ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মিলানে বাংলাদেশ বিষয়ক সেমিনারে শরবত-পিয়াজু

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
মিলানে বাংলাদেশ বিষয়ক সেমিনারে শরবত-পিয়াজু ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বিদেশে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ ও বাংলাদেশের দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ইতালির মিলানে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।

 

মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের উদ্যোগে বুধবার (১৫ জুন) ‘বিজনেস অপারচুনিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বাংলাদেশের সঙ্গে ইতালির দীর্ঘদিনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিতে সেখানকার ব্যবসায়ী, সংবাদকর্মী ও নিয়োগকর্তার কাছে বাংলাদেশের অপার বিনিয়োগ সম্ভাবনা, বাংলাদেশের পণ্য ও জনশক্তি সম্পর্কে অধিকতর ধারণা প্রদানের মাধ্যমে তাদের বাংলাদেশ সম্পর্কে আগ্রহী করতে নানা তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল রেজিনা আহমেদ। তিনি সাম্প্রতিক সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অর্জন এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।

সেমিনারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য ইপিজেড এবং নতুন গড়ে তোলা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা ও সুবিধাসমূহ এবং বাংলাদেশের পণ্য ও বাংলাদেশের জনশক্তির তুলনামূলক সুবিধাদিও তুলে ধরা হয়।

সেমিনারে আমন্ত্রিত অতিথিদের মধ্যে জিয়ানপিয়েরো লাখিনি, ক্লাডিউ কাপ্পেলো এবং ভেনিসে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জনআলবার্তো বক্তব্য রাখেন।

জিয়াপিয়েরো  ও ক্লাডিউ তাদের বক্তব্যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবসা করার অভিজ্ঞতা তুলে ধরেন ও বাংলাদেশের সঙ্গে ব্যবসা করার সুফল বর্ণনা করেন।

সম্প্রতি বাংলাদেশ সফর করে আসা অনারারি কনসাল জনআলবার্তো তার সফরে এফবিসিসিআই, বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সাক্ষাৎ এবং অর্জিত অভিজ্ঞতা তুলে ধরেন।

এছাড়া ‘বাংলাদেশ: ইওর বিজনেস ডেস্টিনেশন’ এবং ‘হায়ারিং ওয়ার্কফোর্স ফ্রম বাংলাদেশ’ নামে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় সেমিনারে। পাশাপাশি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা এবং জনশক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

উম্মুক্ত প্রশ্নোত্তর পর্বে কনসাল জেনারেল অতিথিদের নানা প্রশ্নের উত্তর দেন। প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বটি বাংলাদেশ সম্পর্কে আগতদের নানা কৌতুহল মেটায় এবং এতে অতিথিরা বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা পায়।

সেমিনারে ইতালিয়ান ব্যবসায়ী, সংবাদকর্মী এবং বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সম্পর্কে আগ্রহী ব্যক্তিরা অংশ নেন।

অংশগ্রহণকারী সবাইকে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রকাশিত ব্রশিওর ও হস্তশিল্প সম্বলিত উপহার ব্যাগ দেওয়া হয়।

সেমিনারে দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

পরে আয়োজিত নৈশভোজে অতিথিদের মাঝে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। শুরুতে অতিথিদের ঐতিহ্যবাহী লেবুর শরবত এবং রঙিন কাগজের ঠোঙ্গায় করে পিয়াজু ও বেগুনী পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।