ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১৬
বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন

বাহরাইন: যথাযত মর্যাদায় বাহরাইনে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

বুধবার (০৬ জুলাই) সকাল সাড়ে পাঁচটায় জুপের গ্রান্ড মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

দেশের বৃহৎ এ জামাতে শরিক হতে পাশ্ববর্তী এলাকা ও দূর-দুরান্ত থেকে মুসল্লিদের ভিড় বাড়ে ঈদগাহে, সূর্য ওঠার আগেই পুরো ঈদগাহ পুরোপুরি ভরে যায়। আগত মুসল্লিদের বেশিরভাগই স্থানীয় বাংলাদেশি, পাকিস্তানি, ভারতসহ বিভিন্ন দেশের।

নামাজ শেষে সবাই একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন।

বাহরাইনের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন, দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান ও শ্রম সচিব মহিদুল ইসলাম জুপের গ্রান্ড মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

ঈদের অনুভূতি জানাতে গিয়ে সাদমান সাঈদ নামে এক প্রবাসী বলেন, প্রবাসীদের ঈদটা একটু কষ্টের, বেদনাদায়ক কারণ এই আনন্দের দিনে পরিবার, প্রিয়জনকে কাছে পেতে মানুষ ব্যাকুল হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।