ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

সেন্ট পিটার্সবার্গে মাতৃভাষা দিবস উদযাপন

মেহেদী তুহিন, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২
সেন্ট পিটার্সবার্গে মাতৃভাষা দিবস উদযাপন

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রথম প্রহর থেকে শুরু করে সকাল পর্যন্ত নিজস্ব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করেন প্রবাসী বাঙালিরা।



এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস এবং তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সাম্প্রতিক আলোচিত ইস্যুগুলো নিয়েও আলোচনা করা হয়।

সভায় অংশ নেন সেন্ট পিটার্সবার্গস্থ সকল প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠান আয়োজনে বরাবরের মতো ছিল বাংলাদেশ সোসাইটি, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া এবং অনুষ্ঠান আয়োজিত হয় বাংলাদেশ সোসাইটি’র নিজস্ব কার্যালয়ে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।