ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

ওয়াশিংটনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২
ওয়াশিংটনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

ওয়াশিংটন: ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে শনিবার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে দূতাবাস ব্যাপক কর্মসূচির মধ্যে বিকেলে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাণী পাঠ করা হয়।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের সভায় সভাপতিত্ব করেন।

সভায় বক্তারা বাঙালির জাতীয় জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তারা বলেন, বঙ্গবন্ধুর কর্মময় জীবন সম্পর্কে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা জরুরি।

রাষ্ট্রদূত আকরামুল কাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর মহাকাব্যিক ভূমিকার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্যচিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

এর আগে, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতপত্নী রিফাত সুলতানা আকরাম চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ উপলক্ষে শিশুদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

এছাড়া রাষ্ট্রদূত আকরামুল কাদের এদিন দূতাবাসে একটি পাঠাগার উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।