ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মে ২৯, ২০১৪
ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয় কমেছে।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৪ হাজার ৪৩০ পয়েন্টে দাঁড়ায়। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৬০৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে ৯৯২ পয়েন্টে স্থির হয়।

আগের দুই দিনের মতো এদিনও সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে সূচক বাড়ে। তবে তা প্রথম ১৫ মিনিট স্থায়ী ছিল। এর পরই অর্থাৎ সকাল পৌনে ১১টা থেকে সূচকে ওঠানামা শুরু হয়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৯৫ পয়েন্টে স্থির হয়।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪২৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬০৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৯১ পয়েন্টে স্থির হয়। এভাবেই শেষ হয় দিনের লেনদেন।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২৩ কোটি ৩০ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৩২১ কোটি ২০ লাখ টাকা।  

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, আফতাব অটো মোবাইলস, হাইডেলবার্গ সিমেন্ট, ন্যাশনাল টিউবস, ফ্যামিলিটেক্স, স্কয়ার ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ন হাউজিং, বিএসআরএম স্টিলস ও মেঘনা পেট্রোলিয়াম।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিএসইর সিএসসিএক্স সূচক ২৬ পয়েন্ট কমে ৮ হাজার ৪৬৬ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭৪ পয়েন্ট কমে ১১ হাজার ১৮০ পয়েন্টে দাঁড়ায়।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

লেনদেন হয় মোট ১৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২২ কোটি ৫ লাখ টাকা।
 
বাংলাদেশ সময় : ১১৪৬ ঘণ্টা, মে ২৯, ২০১৪/ আপডেট ১৪৪৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।