ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে ৫১৫ ভাগ মুনাফায় বিমা কোম্পানিগুলো

সাঈদ শিপন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুন ৩, ২০১৪
পুঁজিবাজারে ৫১৫ ভাগ মুনাফায় বিমা কোম্পানিগুলো

ঢাকা: দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে দেশের পুঁজিবাজারে। এ পরিস্থিতিতেও বিনিয়োগ করে বড় ধরনের মুনাফায় রয়েছে সবকটি বিমা কোম্পানি।

বর্তমান বাজারদর অনুযায়ী বিমা কোম্পানিগুলো ৫১৫ ভাগ মুনাফায় রয়েছে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বিমা কোম্পানির বার্ষিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
 
পুঁজিবাজারে বিমা কোম্পানিগুলোর সম্মিলিত বিনিয়োগ রয়েছে এক হাজার ৭৪৫ কোটি ২০ লাখ টাকা। যার বর্তমান বাজারদর ১০ হাজার ৭৩৪ কোটি ৪৯ লাখ টাকা। অর্থা‍ৎ  বিমা কোম্পানিগুলো ৮ হাজার ৯৮৯ কোটি ২৯ লাখ টাকা মুনাফায় রয়েছে।
 
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সহ-সভাপতি আহসানুল ইসলাম টিটুর মতে, পুঁজিবাজারে ভালো মৌলভিত্তির শেয়ারে ও দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে লাভের সম্ভবনা বেশি থাকে। বিমা কোম্পানিগুলোর বেশির ভাগ বিনিয়োগ দীর্ঘমেয়াদি।
 
তিনি বলেন, অধিকাংশ বিমা কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত। তাই বিমা কোম্পানিগুলোর মুনাফায় থাকার বিষয়টি পুঁজিবাজারের জন্য খুবই ইতিবাচক। বিনিয়োগকারীও এর সুফল পাবেন।
 
ডিএসই ও বিমা কোম্পানির বার্ষিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, বেশি মুনাফায় রয়েছে ডেল্টা লাইফ। প্রতিষ্ঠানটি বিনিয়োগ ৯৯ কোটি টাকা। যার বর্তমান বাজারদর এক হাজার ৮১৮ কোটি ৬৩ লাখ টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানটির মুনাফা এক হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ টাকা।
 
দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফের বিনিয়োগ ৪৯ কোটি ৬০ লাখ টাকা, যার বাজারদর এক হাজার ৭০৪ কোটি ৫৯ লাখ টাকা।
 
এরপরে থাকা গ্রিন ডেল্টার বিনিয়োগ ৭৩ কোটি ৪০ লাখ টাকা, যার বাজারদর ৬১৬ কোটি ৯২ লাখ টাকা।
 
ডেল্টা লাইফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্বপন কুমার সরকার বলেন, বিনিয়োগের ক্ষেত্রে আমাদের একটি কমিটি আছে। কমিটি বিভিন্ন তথ্য যাচাই বাছায় করে শেয়ারে বিনিয়োগ করে। এ বিনিয়োগের বড় অংশ দীর্ঘমেয়াদের।
 
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সেরর এমডি ফারজানা চৌধুরী বলেন, কোম্পানি সচিবের তত্ত্বাবধানে বিশেষ কমিটির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়। বিনিয়োগের মাধ্যম হিসেবে আমাদের নিজস্ব সাবসিডারি কোম্পানি ব্যবহার করি।
 
তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ঠ সর্তকতা অবলম্বন করা হয়। ভালো মৌলভিত্তির শেয়ার ও কম ঝুঁকির শেয়ারে বিনিয়োগ বেশি করা হয়। গ্রিন ডেল্টার অনেক নতুন কোম্পানিতে বড় বিনিয়োগ রয়েছে। এ বিনিয়োগের বিপরীতে বেশ মুনাফাও হয়েছে।
 
এদিকে অগ্রণী ইন্স্যুরেন্সের ২৪ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগের বিপরীতে বর্তমান বাজারদর ৪৯ কোটি ৫৩ লাখ, এশিয়া ইন্স্যুরেন্সের ৪৪ কোটি ৮০ লাখ টাকার বিপরীতে বাজারদর ১০৩ কোটি ৫৫ লাখ, এশিয়া প্যাসিফিক জেনারেলের ৪২ কোটি ৪০ লাখের বিপরীতে বাজারদর ৯২ কোটি ৭৪ লাখ, বাংলাদেশ জেনারেলের ৫৪ কোটির বিপরীতে বাজারদর ১২৬ কোটি ৯৬ লাখ, সেন্টালের ৪১ কোটি ৫০ লাখের বিপরীতে বাজারদর ১১১ কোটি ৬৮ লাখ, সিটি জেনারেলের ৪৬ কোটি ৬০ লাখের বিপরীতে বাজারদর ১০১ কোটি তিন লাখ, কন্টিনেন্টালের ৩১ কোটি ৩০ লাখের বিপরীতে বাজারদর ৭৬ কোটি ১৬ লাখ, ঢাকা ইন্স্যুরেন্সের ৩৭ কোটি ৫০ লাখের বিপরীতে বাজারদর ১১৩ কোটি ২৫ লাখ, ইস্টার্নের ৪৩ কোটি ১০ লাখের বিপরীতে বাজারদর ১৫৩ কোটি ৯০ লাখ, ইস্টল্যান্ডের ৫৪ কোটি ১০ লাখের বিপরীতে বাজারদর ২০৭ কোটি ১৩ লাখ, ফারইস্ট ইসলামী লাইফের ৫৬ কোটি ৬ লাখের বিপরীতে বাজারদর ৫৫৮ কোটি ৩০ লাখ, ফেডারেলের ৪৬ কোটি ৪০ লাখের বিপরীতে বাজারদর ১০৪ কোটি তিন লাখ, গ্লোবালের ২৭ কোটি ১০ লাখের বিপরীতে বাজারদর ৬৪ কোটি ৯৩ লাখ, ইসলামী কমার্শিয়ালের ২২ কোটি ২০ লাখের বিপরীতে বাজারদর ৫৩ কোটি, জনতার ৩১ কোটির বিপরীতে বাজারদর ৫৭ কোটি ৬৪ লাখ, কর্ণফুলীর ৩৬ কোটি ৯০ লাখের বিপরীতে বাজারদর ৮৫ কোটি ৬৫ লাখ, মেঘনা লাইফের ২৩ কোটির বিপরীতে বাজারদর ২৮১ কোটি ২৪ লাখ, মার্কেন্টাইলের ৪৩ কোটি ১০ লাখের বিপরীতে বাজারদর ৮৮ কোটি ৩৪ লাখ, নিটলের ২১ কোটি ৬০ লাখের বিপরীতে বাজারদর ৬৯ কোটি, নর্দান জেনারেলের ২৮ কোটি ৬০ লাখের বিপরীতে বাজারদর ১১২ কোটি ১৭ লাখ, পদ্মা ইসলামী লাইফের ৩২ কোটি ৪০ লাখের বিপরীতে বাজারদর ২০৫ কোটি ৭৪ লাখ, প্যারামাউন্টের ২০ কোটির বিপরীতে বাজারদর ৩৮ কোটি ৪১ লাখ, পিপলস ইন্স্যুরেন্সের ৪৬ কোটি ২০ লাখের বিপরীতে বাজারদর ১১১ কোটি ৮০ লাখ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৪০ কোটি ৩০ লাখের বিপরীতে বাজারদর ১১৫ কোটি ৬৩ লাখ, পাইওনিয়রারের ৫০ কোটি ৯০ লাখের বিপরীতে বাজারদর ২৬৫ কোটি ১৬ লাখ, পপুলারের ৩০ কোটি ৮০ লাখের বিপরীতে বাজারদর ৬১৪ কোটি ৪৫ লাখ, প্রগতীর ৫৫ কোটি ৬০ লাখের বিপরীতে বাজারদর ২৫১ কোটি ৮৬ লাখ, প্রগতী লাইফের ৯ কোটি ৯০ লাখের বিপরীতে বাজারদর ১৫৯ কোটি, প্রাইমের ৩৮ কোটি ৯০ লাখের বিপরীতে বাজারদর ৮৯ কোটি ৯৩ লাখ, প্রাইম ইসলামী লাইফের ২৩ কোটির বিপরীতে বাজারদর ২২৫ কোটি ৬৪ লাখ, প্রোগ্রেসিভ লাইফের ১২ কোটি ৯০ লাখের বিপরীতে বাজারদর ১৪৫ কোটি ৬৪ লাখ, প্রভাতীর ২১ কোটি ১০ লাখের বিপরীতে বাজারদর ৪৭ কোটি ২০ লাখ, পূরবী জেনারেলের ৩০ কোটি ৩০ লাখের বিপরীতে বাজারদর ৫৫ কোটি ১৫ লাখ, রিলায়েন্সের ৫৯ কোটি ৭০ লাখের বিপরীতে বাজারদর ৩৬৩ কোটি ৮৩ লাখ, রিপাবলিকের ২৫ কোটি ২০ লাখের বিপরীতে বাজারদর ৮০ কোটি ২৪ লাখ, রূপালীর ৫৭ কোটি ৩০ লাখের বিপরীতে বাজারদর ১৪৫ কোটি, রূপালী লাইফের ২৪ কোটির বিপরীতে বাজারদর ১৯৫ কোটি, সন্ধানী লাইফের ৩৯ কোটি ৮০ লাখের বিপরীতে বাজারদর ৩৪৬ কোটি ৬৯ লাখ, সোনার বাংলার ২৫ কোটির বিপরীতে বাজারদর ৪৯ কোটি ৩৩ লাখ, স্ট্যান্ডার্ডের ২৩ কোটির বিপরীতে বাজারদর ৮১ কোটি ২৭ লাখ, সান লাইফের ৩১ কোটি ৫০ লাখের বিপরীতে বাজারদর ১৮০ কোটি ৮১ লাখ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২৬ কোটি ৭০ লাখের বিপরীতে বাজারদর ৭৫ কোটি ২৬ লাখ, ইউনাইটেডের ৪০ কোটির বিপরীতে বাজারদর ১৪০ কোটি ৮০ লাখ টাকা।
 
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।