ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আলহাজ টেক্সটাইলকে ক্ষতিপূরণ দিল অগ্রণী ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জুন ৩, ২০১৪
আলহাজ টেক্সটাইলকে ক্ষতিপূরণ দিল অগ্রণী ব্যাংক

ঢাকা: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজারের তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইল কোম্পানির দাবি করা ক্ষতিপূরণের আংশিক পরিশোধ করেছে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ।
 
ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ কোম্পানির চলতি হিসাবে ৮ কোটি ১১ লাখ ২৫ হাজার ২ টাকা জমা দিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।


 
উচ্চ আদালতের রায় অনুযায়ী, কোম্পানিটি অগ্রণী ব্যাংকের কাছ থেকে আরও ৪৪ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ৩৭৩ কোটি টাকা পাবে। যদিও কোম্পানিটির দাবি ৫২ কোটি ৫৬ লাখ ৯ হাজার ৩৭৫ টাকা।
 
আলহাজ টেক্সটাইলের দায়েরকৃত রিট পিটিশন নং ৫১২৯/২০০৯, তারিখ ২০ জানুয়ারি ২০১৪-এর রায়ে অগ্রণী ব্যাংককে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
 
গত ৩০ জানুয়ারি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, আপিলের জন্য শুনানির আবেদন (সিভিল পিটিশন) ৪০১/২০১২ অনুযায়ী সুপ্রিমকোর্টের আপিল বিভাগ অগ্রণী ব্যাংক-আলহাজ টেক্সটাইলের মামলা নিষ্পত্তির রায় দিয়েছেন। একই সঙ্গে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) হারে আলহাজ টেক্সটাইলের দাবিকৃত অর্থের দীর্ঘমেয়াদি সুদ পরবর্তী এক মাসের মধ্যে পরিশোধের আদেশ দিয়েছে উচ্চ আদালত।
 
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুন ০৩, ২০১৪/আপডেটেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।