ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেন বাড়লেও সূচক কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুন ৪, ২০১৪
লেনদেন বাড়লেও সূচক কমেছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ বাড়লেও সূচক কমেছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করে।

এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য কমে ১ হাজার ৬২৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৮ পয়েন্টে স্থির হয়।

আগের কার্যদিবসের মতো এদিনও সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে সূচক বাড়ে।

বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৯ পয়েন্ট হয়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫ পয়েন্ট হয়। পরবর্তীতে বৃদ্ধি পাওয়া সূচক কমতে দেখা যায়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩ পয়েন্টে স্থির হয়।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১ পয়েন্টে স্থির হয়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৪০৮ কোটি ৬০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৩৯২ কোটি ২৭ লাখ ৯৮ হাজার টাকা।    

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গ্রামীণফোন, লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিলস, ডেল্টা লাইফ, আলহাজ টেক্সটাইল, মিথুন নিটিং, ন্যাশনাল টিউবস, ফ্যামিলিটেক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও জেনারেশন নেক্সট।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৭০ পয়েন্ট কমে ৮ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮৬ পয়েন্ট কমে ১১ হাজার ১৮ পয়েন্টে দাঁড়ায়।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

লেনদেন হয় মোট ৬৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল মোট ২৫ কোটি ২৬ লাখ টাকা।  
 
বাংলাদেশ সময় : ১১০৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৪/আপডেটেড ১৪৪৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।