ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ারবাজারকে উস্কে দিচ্ছে কিছু মিডিয়া : অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুন ১০, ২০১৪
শেয়ারবাজারকে উস্কে দিচ্ছে কিছু মিডিয়া : অর্থমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘কিছু মিডিয়া শেয়ারবাজার নিয়ে হৈ হৈ করে তা উস্কে দেওয়ার চেষ্টা করছে। এভাবে উস্কে দেওয়া উচিৎ নয়।



মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিও অ্যাকাউন্টের সরকারি অংশ হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে শেয়ারবাজার অত্যন্ত স্থিতিশীল অবস্থায় রয়েছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ’
 
অনুষ্ঠানে ২০১৩-১৪ অর্থবছরে ৬৬ কোটি ৮২ লাখ ৬৯ হাজার টাকা হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।