ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বাজেটের নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুন ৮, ২০১৪
বাজেটের নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



বাজার সংশ্লিষ্টদের মতে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের জন্য তেমন কোনো উল্লেখযোগ্য সুবিধা না দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে বাজারে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৬০০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে ৯৯৬ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে লেনদেন হয় মোট ৪১৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৪১৯ কোটি ৩৯ লাখ টাকা।     

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিলস, জেনারেশন নেক্সট, গ্রামীণফোন, এমজেএল বাংলাদেশ, স্কয়ার ফার্মা, ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল ও আফতাব অটোমোবাইলস।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৯৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট কমে ৯৯২ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৩২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ৫৯৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৯ পয়েন্ট কমে ৯৮৮ পয়েন্টে স্থির হয়। এরই ধারাবাহিকতায় শেষ হয় দিনের লেনদেন।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ৬৩ পয়েন্ট কমে ৮ হাজার ২৭০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২৭ পয়েন্ট কমে ১০ হাজার ৮৩৫ পয়েন্টে দাঁড়ায়।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

লেনদেন হয় মোট ২৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, জুন ০৮, ২০১৪/আপডেটেড- ১৪৪১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।