ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

তাল্লু স্পিনিংয়ের রাইট প্রস্তাব বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
তাল্লু স্পিনিংয়ের রাইট প্রস্তাব বাতিল

ঢাকা : বস্ত্র খাতের তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।



এতে জানানো হয়, কোম্পানির পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে রাইট শেয়ারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

কোম্পানিটি সুতা তৈরির ইউনিট স্থাপন, বিএমআরই প্রকল্প বাস্তাবায়ন এবং মেয়াদী ঋণ পরিশোধের জন্য গত বছর ১:১ হারে রাইট শেয়ার ছাড়ার বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নেওয়া হয়।

আর প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত গ্যাস চেয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে আবেদন জানায় তাল্লু স্পিনিং। তবে তাতে তিতাস গ্যাস কোনো সাড়া দেয়নি। আর এ কারণেই রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব থেকে সরে আসে কোম্পানিটি।

বুধবার কোম্পানির পর্ষদ সভায় রাইট শেয়ার না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়।

বাংলাদেশ সময় : ১৪২১ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।