ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচক সামান্য বাড়লেও আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে।

রোজার শুরু থেকেই শেয়ারবাজারে লেনদেনে খরা চলছে।

একদিন দুইশ কোটি ছাড়ায় তো পরের দিনই দেড়শ কোটির নিচে লেনদেন হয়। এর মধ্যে গত ১৩ জুলাই ১৪৯ কোটি টাকার লেনদেন হয়। যা প্রায় গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৩ সালের ২০ অক্টোবর ডিএসইতে সর্বনিম্ন ১১০ কোটি ৪৩ লাখ টাকা লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৬০২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ৯৯৮ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- শাহজিবাজার, বেক্সিমকো, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, এমজেএল বাংলাদেশ, লাফার্জ সুরমা, পেনিনসুলা, প্রাইম ব্যাংক ও এসিআই লিমিটেড।

লেনদেন হয় মোট ২৫৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছে মোট ২৫৬ কোটি ৪৫ লাখ টাকা।

এর আগে বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ২ পয়েন্ট হয়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৬০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিএসইর সিএসসিএক্স সূচক সামান্য বেড়ে ৮ হাজার ৩৩৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৭৭ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

লেনদেন হয় মোট ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১১২১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪ ঘণ্টা/ আপডেটেড : ১৩৫২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।