ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ার কারসাজি

ফালু ও মোস্তফাকে ৪ কোটি টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
ফালু ও মোস্তফাকে ৪ কোটি টাকা জরিমানা

ঢাকা: শেয়ার কারসাজির দায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু এবং গোলাম মোস্তফা নামে অন্য এক বিনিয়োগকারীকে মোট ৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
 
বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ জরিমানা করা হয়।


 
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
২০১০ সালের শেয়ারবাজার ধসের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিএসইসির করা অধিকতর তদন্তের পর এ জরিমানা করা হলো।
 
বিএসইসির তথ্য অনুযায়ী, খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে মোসাদ্দেক আলী ও গোলাম মোস্তফার বিরুদ্ধে শেয়ার কারসাজির অভিযোগ তুলে ধরা হয়। ওই অভিযোগের ভিত্তিতে বিএসইসি এ বিষয়ে দুই দফা অধিকতর তদন্ত করে। তাতে দুজনের বিরুদ্ধে কারসাজির প্রমাণ পাওয়া যায়।
 
বিএসইসি সূত্রে জানা গেছে, গুচ্ছ বা অমনিবাস হিসাবের আড়ালে মোসাদ্দেক আলী কারসাজির মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের কৃত্রিম চাহিদা তৈরি করেন।
 
অন্যদিকে, গোলাম মোস্তফা ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, নাভানা সিএনজি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, লঙ্কাবাংলা ফিন্যান্স ও ফাস্ট লিজ ইন্টারন্যাশনালের শেয়ার নিয়ে কারসাজি করে।
 
এ দুই ব্যক্তি সক্রিয় লেনদেনের মিথ্যা ও ভ্রান্ত চিত্র তৈরি করে ওই দুই কোম্পানির শেয়ারের দামকে প্রভাবিত করেছেন। বিএসইসির অধিকতর তদন্ত শেষে দুইজনকে শুনানিতে ডাকা হয়। কিন্তু তারা শুনানিতে যে বক্তব্য উপস্থাপন করেন, তা বিএসইসির কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় ফালূকে এক কোটি এবং গোলাম মোস্তফাকে তিন কোটি টাকা জরিমানা করে।
 
বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।