ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

রতনপুর স্টিলের আইপিও ড্র ১৪ আগস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৪
রতনপুর স্টিলের আইপিও ড্র ১৪ আগস্ট

ঢাকা: রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম) কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লাটারির ড্র আগামী ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
 
ওই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে এ ড্র হবে।


 
কোম্পানির শেয়ার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
 
কোম্পানিটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারী এবং প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে চাহিদার চেয়ে ছয়গুণ আবেদন জমা পড়েছে।
 
আইপিওতে মোট ৬০০ কোটি টাকার মধ্যে স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে ৫৪৭ কোটি এবং প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৫৩ কোটি টাকার আবেদন জমা পড়ে।
 
গত ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন সংগ্রহ করা হয় এবং প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ২৬ জুলাই পর্যন্ত অবেদন জমা নেওয়া হয়।
 
গত ৬ মে অনুষ্ঠিত কমিশনের ৫১৬তম সভায় আরএসআরএম কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।
 
কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজারে মোট ২ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে।
 
এক্ষেত্রে প্রতিটি শেয়ারের বিপরীতে ৩০ টাকা প্রিমিয়ামসহ মোট ৪০ টাকা ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে। আইপিও’র মাধ্যমে কোম্পানিটি ১০০ কোটি টাকা পুঁজি উত্তোলন করে চলতি মূলধন অর্থায়ন, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
 
গত ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ৫৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ৫৩ দশমিক ৬৯ টাকা (পুর্নমূল্যায়িত)।
 
এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।