ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

চার প্রতিষ্ঠানকে ১৭ লাখ টাকা জরিমানা বিএসইসি’র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
চার প্রতিষ্ঠানকে ১৭ লাখ টাকা জরিমানা বিএসইসি’র

ঢাকা: বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় এক কোম্পানি ও তিন প্রতিষ্ঠানকে মোট ১৭ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ জরিমানা করা হয়।


 
জানা যায়, প্রাথমিক গণ প্রস্তাব সংক্রান্ত কমিশনে দাখিলকৃত ভেন্ডর চুক্তিতে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত অসত্য তথ্য সরবরাহ করায় ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডকে ৫ লাখ এবং অসত্য তথ্য যাচাই বাছাই না করায় এ কোম্পানির ইস্যু ম্যানেজার ফাস্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেডকে ৫ টাকা জরিমানা করা হয়েছে।
 
এছাড়া বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ডিএসই’র সদস্য গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ এবং সিএসই সদস্য ফিনভেস্ট সার্ভিসেস লিমিটেডকে ২ টাকা জরিমানা করেছে বিএসইসি।
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।