ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেন কমলেও সূচক বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
লেনদেন কমলেও সূচক বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের পরিমাণ কমলেও সূচক বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৪ পয়েন্টে অবস্থান করে।

এ ছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, বিএসআরএম স্টিল, লাফার্জ সুরমা, কেপিপিএল, মবিল যমুনা, এসপিপিএল, বিএসসিসিএল, এসিআই, সামিট পাওয়ার ও লংকাবাংলা ফিন্যান্স।

লেনদেন হয় মোট ৭০৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৭৩৮ কোটি ১৭ লাখ টাকা।      

এর আগে বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৭১৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ৫৯ পয়েন্ট হয়।

দুপুর ১২টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৭২০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬২৮ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬১১ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।

লেনদেন হয় মোট ৫০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৫৩ কোটি ৩৮ লাখ টাকা।                   

বাংলাদেশ সময় : ১১১৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪ ঘণ্টা/আপডেটেড : ১১২৩ ঘণ্টা/আপডেটেড : ১২৪৩ ঘণ্টা/আপডেটেড : ১৩৩৫ ঘণ্টা/আপডেটেড : ১৪৫৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।