ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৪
সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

 

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৪ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- তুং হাই, গ্রামীণফোন, মবিল যমুনা, সামিট পাওয়ার, বেক্সিমকো, ফার ইস্ট নিটিং, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম ও কেপিপিএল।

লেনদেন হয় মোট ৫০১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৪৯৪ কোটি ০৬ লাখ টাকা।          

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪ পয়েন্ট হয়।

বেলা ১১টা ৪০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬১০ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৬২ পয়েন্ট কমে ১১ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

লেনদেন হয় মোট ৩৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৩৫ কোটি ০৮ লাখ টাকা।                       

বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪/আপডেটেড : ১১৪৬ ঘণ্টা/আপডেটেড : ১৩০৮ ঘণ্টা/আপডেটেড : ১৪৫৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।