ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

তসরিফা ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন শুরু ২৪ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
তসরিফা ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন শুরু ২৪ মার্চ

ঢাকা: সম্প্রতি শেয়ারবাজার থেকে পুঁজি উত্তোলনের অনুমোদন পাওয়া তসরিফা ইন্ডাস্ট্রিজ কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হবে আগামী ২৪ মার্চ।

সোমবার (০২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


 
এ কোম্পানির আইপিও আবেদন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। তবে প্রবাসী বাংলাদেশিরা ৯ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
 
কোম্পানিটি বাজারে মোট ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ২০০ শেয়ার ইস্যু করে ৬৩ কোটি ৮৭ লাখ ২১ হাজার ২০০ টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ২৬ টাকা। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য ও ১৬ টাকা প্রিমিয়াম।
 
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ২ দশমিক ৬৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪১ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।