ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসের  লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে লেনদেন।


 
বৃহস্পতিবার (১২ মার্চ) লেনদেন শুরুর প্রথম ১০ মিনিট পর সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ২০ পয়েন্ট কমে যায়। এরপর সূচক একটানা কমতে থাকে। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক ৩০ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে সূচক ৪০ পয়েন্ট, বেলা ১১টায় সূচক ৪৪ পয়েন্ট কমে। যা দিনের শেষ ভাগ পর্যন্ত অব্যাহত থাকে।

লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৬ পয়েন্টে অবস্থান করছে।
 
তবে ডিএসইতে দৈনিক লেনদেন গত কার্যদিবসের তুলনায় বেড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৫ লাখ টাকা। গত কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৩১০ কোটি ২৮ লাখ টাকা।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭১৪ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৪ পয়েন্টে।
 
এদিন ডিএসইর ১৬৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দামের পাশাপাশি সাধারণ সূচক কমেছে ২৮ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
ডিএসই’তে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ৯৬টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- এসিআই, শাশা ডেনিমস, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন, ইফাদ অটোমোবাইল, সাপোর্ট, মবিল যমুনা, স্কয়ার ফার্মা, এসিআই ফরমুলেশন এবং সিভিও পেট্রোকেমিক্যাল।
 
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৭৩ পয়েন্ট কমে ৮ হাজার ৪৩৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১০৪ পয়েন্ট কমে ১১ হাজার ৪৭০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০০ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৪২ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিন সিএসই’তে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
বাংলাদেশ সময়: ১১৩০,১৫৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।