ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

স্টক ব্রোকার ও ডিলার সনদ পেল ইউনিক্যাপ সিকিউরিটিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
স্টক ব্রোকার ও ডিলার সনদ পেল ইউনিক্যাপ সিকিউরিটিজ

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য কোম্পানি ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার ও স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ প্রদান করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


 
জানা যায়, আবেদনের প্রেক্ষিতে বিএসইসি ইউনিক্যাপ সিকিউরিটিজকে স্টক ব্রোকার ও স্টক ডিলারের রেজিষ্ট্রেশন সনদ প্রদান করেছে। স্টক ব্রোকারের রেজিস্ট্রেশন নং: REG.-3.1/DSE-163/2008/250 ও স্টক ডিলারের রেজিষ্ট্রেশন সনদ নং REG.-3.1/DSE-163/1995/28। প্রতিষ্ঠানটির তিন ডিজিটের আইডি হচ্ছে UCS ও ডিএসই সদস্য নং- ২৫০।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।