ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

আইপিডিসির এজিএমের নতুন তারিখ ৪ মে

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
আইপিডিসির এজিএমের নতুন তারিখ ৪ মে

ঢাকা: বার্ষিক সাধারণ সভার(এজিএম)তারিখ পরিবর্তন করেছে ব্যাংক-বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ(আইপিডিসি)।

নতুন তারিখ অনুযায়ী এজিএম অনুষ্ঠিত হবে আগামী ৪ মে।

এদিন সকাল ১০টায় রাজধানীর ক্যান্টনমেন্টস্থ ট্রাস্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।

এর আগে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২৯ এপ্রিল এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জনা গেছে।

অনিবার্য কারণবশত সাধারণ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৩ সালেও কোম্পানিটি একই হারে লভ্যাংশ দিয়েছিল। ২০০৬ সালে আইপিডিসি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।