ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

জাহিন স্পিনিংয়ের তালিকাভুক্তির অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
জাহিন স্পিনিংয়ের তালিকাভুক্তির অনুমোদন

ঢাকা: দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে জাহিন স্পিনিং লিমিটেড।
 
সম্প্রতি ডিএসই ও সিএসই’র পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়।


 
জানা যায়, কোম্পানিটি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) শেয়ার দিলে তারা বিনিয়োগকারীদের হিসাবে পাঠাবে। পরবর্তীতে শেয়ার বিওতে পাঠানোর চিঠি দিয়ে ডিএসইতে লেনদেনের আবেদন করবে কোম্পানি কর্তৃপক্ষ। এরপর ডিএসই লেনদেনের দিন নির্ধারণ করবে।
 
জাহিন স্পিনিং পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে মোট ১২ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি শেয়ার ইস্যু করে। ১২ কোটি টাকার বিপরীতে প্রায় ৮৮৭ কোটি ১৬ লাখ টাকার আবেদন জমা পড়ে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭৩.৯৩ গুণ।
 
গত ৩০ জুন ২০১৪ শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী জাহিন স্পিনিংয়ের প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১.১০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২.৬৯ টাকা।
 
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।