ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

টানা দরপতনে পুঁজিবাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
টানা দরপতনে পুঁজিবাজার

ঢাকা: টানা চতুর্থ দিনের মতো মূল্যসূচকের পতন ঘটেছে পুঁজিবাজারে। এতে গত বছরের ২১ জুলাইয়ের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ফের ৪ হাজার ৩শ’ পয়েন্টের ঘরে নেমে এসেছে।


 
সোমবারের (০৬ এপ্রিল) লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই’র ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯৭ পয়েন্টে।
 
বাজার পর্যালোচনা দেখা যায়, ২০১৪ সালের ২১ জুলাই ডিএসইএক্স সূচক ৪ হাজার ৩শ’ পয়েন্টের ঘরে নেমে যায়। ওইদিন সূচক ছিল ৪ হাজার ৩৯৪ পয়েন্ট। এরপর সূচক আর ৪ হাজ‍ার ৩শ’ পয়েন্টের ঘরে নামেনি।
 
সোমবার সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। এদিন মোট লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৭ লাখ ১৫ হাজার ১৪৮ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৬ কোটি ৫৪ লাখ টাকা কম।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
 
লেনদেনের ভিত্তিতে টাকার অঙ্কে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে- ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস, ইফাদ অটোস, এসিআই, এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, কেপিসিএল  ও ফার্মা এইড।
 
দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানি হলো- বিডি ল্যাম্পস,  ইফাদ অটোস, প্রাইম ব্যাংক, মুন্নু সিরামিকস, মুন্নু স্ট্যাফলার্স, এমএইচ স্পিনিং মিলস, প্রভাতী ইন্স্যুরেন্স, আইসিবি ৩য় এনআরবি, তুং হাই ও এসআইবিএল।
 
অন্যদিকে দাম কমার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে- দুলামিয়া কটন, কনফিডেন্স সিমেন্ট, স্যালভো কেমিক্যাল, বিডি ওয়েল্ডিং, জাহিন স্পিনিং, আইএফআইএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড-১, ইউনিয়ন ক্যাপিটাল, এফএএস ফাইন্যান্স, বিচ হ্যাচারি ও খান ব্রাদার্স পিপি।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ১৭৭ পয়েন্টে। দিনশেষে সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৯৬ লাখ টাকা।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
 
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।