ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

ডিএসইতে কমেছে, সিএসইতে বেড়েছে সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
ডিএসইতে কমেছে, সিএসইতে বেড়েছে সূচক

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।


 
সোমবার (১৩ এপ্রিল) সূচকের নিম্নমুখীতার মাধ্যম দিয়ে শুরু হয় ডিএসইতে লেনদেন। লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসই’র ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে যায়।
 
এরপর কিছুটা উর্ধ্বমুখী হয়ে বেলা ১১টা সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে যায়। এরপর আবার নিম্নমুখী হয়ে বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে যা। তবে ৫ মিনিটের ব্যবধানে আবার উর্ধ্বমুখী হয় সূচক। ১১টা ৪০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে যায়।
 
দুপুর ১২টায় ডিএসইএক্স সূচক বাড়ে ১ পয়েন্ট। এরপর আবার সূচক নিম্নমুখী হয়। যা দিনের শেষ পর্যন্ত অব্যহত থাকে। দুপুর ১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে যায়। দুপুর দেড়টায় সূচক দিনের সর্বনিম্ন পর্যায়ে চলে আসে। এ সময় সূচক কমে ২৯ পয়েন্ট।
 
এরপর কিছুটা উর্ধ্বমুখী হলেো সূচক ঋণাত্মকই থেকে যায়। দুপুর ২টায় সূচক কমে ৯ পয়েন্ট। আর দিনের লেনদেন শেষে সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ২৯১ পয়েন্টে অবস্থান করছে।
 
এ নিয়ে শেষ ৯ কার্যদিবসের মধ্যে ৮ দিনই ডিএসইর প্রধান মূল্য সূচক কমলো।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৫৩ পয়েন্টে।
 
সোমবার ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১২ কোটি ১৯ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১১২ কোটি ৬৩ লাখ টাকা বেশি।
 
দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৩০টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ১৪১টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানির তালিকায় রয়েছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ন্যাশনাল ফিডস, বিডি থাই, খান ব্রাদার্স পিপি, ফু-ওয়াং ফুডস, সুহৃদ স্ট্যান্ডার্ড সিরামিকস, খুলনা প্রিন্টিং, জাহিন স্পিনিং ও ইফাদ অটোস।
 
অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ২৭ কোটি ১৭ লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৬টি, কমেছে ১২০টি ও অপরিবর্তিত রয়েছে ২৪টি।
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এএসএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।