ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

গ্রামীণফোনের এজিএম চলছে

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
গ্রামীণফোনের এজিএম চলছে

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) শুরু হয়েছে।

মঙ্গলবার(২১ এপ্রিল’২০১৫) সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ এজিএম ও ইজিএম শুরু হয়।



সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ৬৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন হতে পারে বলে জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা পরিষদ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য তাদের শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৬৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির কর-পরবর্তী মুনাফা হয়েছে ১ হাজার ৯৮০ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ১৪ টাকা ৬৭ পয়সা, প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ২৩ টাকা ২৩ পয়সা ও প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ২৩ টাকা ১৫ পয়সা।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৯ সালে শেয়ারবাজারে তলিকাভুক্ত হয়। কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে কোম্পানির ৯০ শতাংশ শেয়ার।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।