ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

শেয়ারবাজারে আবারও পতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
শেয়ারবাজারে আবারও পতন

ঢাকা: টানা পাঁচদিন পতনের পর ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেরার একদিন পরই আবারও দেশের উভয় শেয়ারবাজারের মূল্য সূচকে পতন ঘটেছে।
 
বুধবার (২৯ এপ্রিল) লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ১৯ পয়েন্ট।



অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএসইএক্স কমেছে ১১ পয়েন্ট।

এর আগে টানা পাঁচ কার্যদিবস সূচকের বড় পতনের পর সোমবার (২৭ এপ্রিল) উভয় বাজার উর্ধ্বমুখী হয়। তবে ওইদিন লেনদেনের পরিমাণ ছিল আগের কার্যদিবসের তুলনায় কম।
 
বুধবার ছিল ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পরে প্রথম লেনদেন কার্যদিবস। এদিন শুরুতেই দুই বাজারে সূচকের নিম্নমুখীতার মাধ্যমে লেনদেন শুরু হয়।

ডিএসইতে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটেই ডিএসই এর ডিএসইএক্স সূচক কমে যায় ১ পয়েন্ট।
 
এরপর টানা নিম্নমুখীতার কারণে বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট কমে যায়।

বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক কমে ৪৮ পয়েন্ট, বেলা ১১ টায় সূচক কমে ৪১ পয়েন্ট, ১১টা ১০ মিনিটে সূচক কমে ৩০ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে কমে ৩৩ পয়েন্ট, সাড়ে ১১টায় কমে ১৫ পয়েন্ট।
 
এরপর কিছুটা ঊর্ধ্বমুখী হয় সূচক। ১১টা ৪০ মিনিটি ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে যায়।

বেলা ১১টা ৪৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৭ পয়েন্ট।
 
এরপর আবার নিম্নমুখী হয় সূচক। দুপুর ১২টায় সূচক কমে ৯ পয়েন্ট এবং সাড়ে ১২টায় ৫ পয়েন্ট কমে যায়। এ পরিস্থিতিতে দ্বিতীয়বারের মতো উর্ধ্বমুখী হয় সূচক। দুপুর ১টায় সূচক বাড়ে ২০ পয়েন্ট।
 
তবে এক ঘণ্টার ব্যবধানে সূচক আবার নিম্নমুখী হয়। দুপুর দুইটায় সূচক কমে ৭ পয়েন্ট। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে।  
 
এদিকে ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৬২ পয়েন্টে।
 
ডিএসইতে ৯১টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ১৮৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
লেনদেন হয়েছে ৩১৬  কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের তুলনায় ৬ কোটি ২৩ লাখ টাকা কম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  রয়েছে- এসিআই ফর্মুলেশন, ইউনাইটেড পাওয়ার, স্ট্যান্ডার্ড সিরামিক, বিডি ল্যাম্প, এসিআই, লির্বা ইনফিউশন, এফএএস ফাইন্যান্স, আইসিবি প্রথম এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, মুন্নু জুট স্ট্যাফলার্সের ও রহিম টেক্সটাইল।
 
অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে ৭ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৯৯ লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৬২টি, কমেছে ১৩০টি ও অপরিবর্তিত রয়েছে ২৬টি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫ আপডেটেড ১৫৩২
এএসএস/এসইউ/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।