ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

দর পতন চলছেই: ৪ হাজারের নিচে সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মে ৪, ২০১৫
দর পতন চলছেই: ৪ হাজারের নিচে সূচক

ঢাকা: টানা বড় দরপতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। ২০১৩ সালের ৩ নভেম্বরের পরে এই প্রথম সূচক ৪ হাজার পয়েন্টের নিচে নামলো।


 
সোমবার(০৪’২০১৫) ডিএসই ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ(সিএসই) উভয় বাজারে বড় দরপতনের ঘটেছে। ডিএসইতে প্রধান সূচক কমেছে ৮৭ পয়েন্ট। আর সিএসইতে প্রধান সূচক সিএসইএক্স কমেছে ১১৫ পয়েন্ট।
 
এদিন ডিএসইতে সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হয়। যা দিনের শেষ পর্যন্ত চলতে থাকে।
 
লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসই’র ডিএসইএক্স সূচক কমে যায় ১ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক কমে ২৩ পয়েন্ট, বেলা ১১ টায় সূচক কমে ২৪ পয়েন্ট, ১১টা ১০ মিনিটে সূচক কমে ৩৪ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে কমে ৫৫ পয়েন্ট, সাড়ে ১১টায় কমে ৭৩ পয়েন্ট।
 
এরপর ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭১ পয়েন্ট কমে, সাড়ে ১১ টায় কমে ৭১ পয়েন্ট, ১২টায় কমে ৫৩ পয়েন্ট, সাড়ে ১২টায় ৫২ পয়েন্ট, দুপুর ১টায় ৬০ পয়েন্ট, দেড় টায় ৭৩ পয়েন্ট, ২টায় ৮৩ পয়েন্ট কমে যায়। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৮৭ পয়েন্ট কমে ৩ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করছে।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ২০১৩ সালের ৩ নভেম্বর ডিএসইএক্স সূচক ৪ হাজার পয়েন্টের নিচে ছিলো। সেদিন সূচক ছিলো ৪ হাজার ৯৯৩ পয়েন্টে। এরপর আর সূচক ৪ হাজারের নিচে নামেনি।
 
সোমবার সূচকের পতনের কারণে ১৮ মাস পরে আবার সূচক ৪ হাজারের নিচে নেমে এসেছে। এদিন পতনের মাধ্যমে টানা ৩ দিন সূচকের পতন ঘটলো। আর শেষ ১০ কার্যদিবসে ৯ দিনই পতনের ঘটনা ঘটলো।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫০৫ পয়েন্টে।
 
এ দিন সূচকের সঙ্গে ডিএসইতে লেনদেনও কমেছে। দিন শেষে লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৪৪ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৫১ কোটি ৭ লাখ টাকা কম।
 
দিন শেষে ডিএসইতে ৬৮টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ২১৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  রয়েছে- ইনটেক অনলাইন বিডি, ওয়াটা কেমিক্যাল, এসিআই ফর্মুলেশন, ফার ইস্ট নিটিং, জেমিনি সি ফুডস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, অলটেক্স, রেকিড বেনকিজার ও ‌ইউনাইটেড পাওয়ার।
 
অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ১১৫ পয়েন্ট কমে ৭ হাজার ৪৩৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫ লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৪টি, কমেছে ১৫৪টি ও অপরিবর্তিত রয়েছে ২২টি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এএসএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।