ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২১ পয়সা; যা আগের বছরের তুলনায় ৩১ শতাংশ বেশি। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ১৬ পয়সা।
ব্যাংকটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – মার্চ, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
সোমবার(৪ মে, ২০১৫) ডিএসই সূত্রে জানা গেছে, হিসাব বছরের প্রথম ৩ মাসে ব্যাংকটি কর পরবর্তী মুনাফা করেছে ১৩ কোটি ২১ লাখ টাকা। আগের বছর একই সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল ৯ কোটি ৬১ লাখ টাকা।
উল্লেখ্য, সমাপ্ত বছরের প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ার বিবেচনা করলে এই ব্যাংকের ইপিএস দাঁড়াবে ১৯ পয়সা। এই হিসাবে আগের বছর ব্যাংকটির ইপিএস হতো ১৪ পয়সা।
‘এ’ ক্যাটাগরির এ ব্যাংকটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৬১৭ কোটি ১৬ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে ৫১ দশমিক ২৮ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩ দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৫ দশমিক ৫৬ শতাংশ শেয়ার।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এনএস/