ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

টানা তৃতীয়দিন বাড়লো সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ৭, ২০১৫
টানা তৃতীয়দিন বাড়লো সূচক

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৭ মে) সূচক বেড়ে লেনদেন শেষ হয়েছে। এর মধ্য দিয়ে টানা তিনদিন ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হলো প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন।



সূচকের পাশাপাশি বৃহস্পতিবার বেড়েছে লেনদেনের পরিমাণও।

সকালে ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখীতায় লেনদেন শুরু হয়। যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

সকাল সাড়ে দশটায় লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৫ পয়েন্ট। এরপর বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বাড়ে। সাড়ে ১১টায় বাড়ে ৬৯ পয়েন্ট, ১২টায় বাড়ে ৪১ পয়েন্ট, সাড়ে ১২টায় ৩৪ পয়েন্ট, দুপুর একটায় ২৩ পয়েন্ট, দেড়টায় ৩৪ পয়েন্ট, দুইটায় ২৯ পয়েন্ট বেড়ে যায়।
 
লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৫৫৮ পয়েন্টে।
 
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৩১ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৫৪ কোটি ৪৭ লাখ টাকা বেশি। দিন শেষে ১৮৯টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ৯০টি এবং অপরিবর্তীত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- কনফিডেন্স সিমেন্ট, মেঘনা সিমেন্ট, বিএসসিসিএল, ওরিয়ন ফার্মা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট ও ফ্যামেলি টেক্স।
 
অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ৬৮ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৭২৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৬২ লাখ টাকা।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৭টি, কমেছে ৭৩টি ও অপরিবর্তীত রয়েছে ২৮টি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।