সিঙ্গাপুর থেকে: ২২ অক্টোবর বুধবার উৎসব-আয়োজনের মধ্য দিয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হলো বৃহত্তর নোয়াখালী অভিবাসী পুনর্মিলনী ২০১৪।
সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও শহরের ইস্ট কোস্ট পার্ক ও সমুদ্র সৈকতে আসতে শুরু করে সিঙ্গাপুরের নানা প্রান্ত থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর ফেনী জেলার অভিবাসীরা।
বৃহত্তর নোয়াখালীর এ আয়োজন সিঙ্গাপুরে তৈরি করে দেশের আবহ। আনন্দ আড্ডায় মেতে ওঠে ছেলে-বুড়ো সবাই।
দিনব্যাপী সাউন্ড সিস্টেমে বাজানো হয় নোয়াখালীর আঞ্চলিক গান।
অংশগ্রহণকারী শিশু, কিশোর ও তরুণ-তরুণীদের এবং নারীদের জন্য পৃথক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব খেলার মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট, মোরগের লড়াই , কাবাডি, মার্বেল চামচ দৌড়, মিউজিকেল পিলো, বিস্কুট দৌড় ছিল অন্যতম।
অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত হয় লাকি কুপন ড্র। এতে সবার জন্য ছিলো পুরস্কারের ব্যবস্থা। প্রথম লাকি ড্র পুরস্কার ছিলো সিঙ্গাপুর- ঢাকা-সিঙ্গাপুর আপ ডাউন বিমানের টিকিট।
অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় বাংলার কন্ঠ মাসিক পত্রিকা ও বাংলার কন্ঠ কালচারাল ফোরামের সৌজন্যে।
বাংলাদেশ সময়: ০০৫৭ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪