ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিজয় দিবস ক্যারমে চ্যাম্পিয়ন হাফিজ-নাসরিন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
বিজয় দিবস ক্যারমে চ্যাম্পিয়ন হাফিজ-নাসরিন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী ‘বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট-২০০২’ এ চ্যাম্পিয়ন হয়েছেন পুরুষ বিভাগে হাফিজুর রহমান এবং মেয়েদের বিভাগে আফসানা নাসরিন।  

রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ক্যারম ফেডারেশনের হল রুমে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এহতেশামুল হক এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।

পুরুষ বিভাগের ফাইনালে হাফিজুর রহমান ২-০ সেটে মোহাম্মদ আলী রবিনকে হারিয়ে সেরা হন। তৃতীয় হন সাবেক চ্যাম্পিয়ন হেমায়েত মোল্লা।  

মেয়েদের বিভাগে আফসানা নাসরিন ২-০ সেটে শামসুন নাহার মাকসুদাকে হারিয়ে শিরোপা জেতেন। তৃতীয় ফারজানা বানু।  

জাতীয় দলের খেলোয়াড়সহ ৬৫ জন (পুরুষ ৫০ ও মহিলা ১৫) খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এবারের বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আম্পায়ার ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২

এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।