ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্লিন স্পেশাল অলিম্পিকে পদক অর্জনে এগিয়ে বাংলাদেশ

জার্মানি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
বার্লিন স্পেশাল অলিম্পিকে পদক অর্জনে এগিয়ে বাংলাদেশ

জার্মানির বার্লিনে স্পেশাল অলিম্পিকের ৮ম দিনেও বাংলাদেশ অর্জন করেছে বেশ কয়েকটি সোনা, রুপা ও ব্রোঞ্জ।  

গেমসের অন্যতম জনপ্রিয় ভলিবলের মিশ্র ইভেন্টের পাশাপাশি মেয়েদের হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রতিযোগীরা ইনডোর স্টেডিয়াম ভর্তি দর্শককে প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ ম্যাচ উপহার দিয়ে জিতে নেয় সর্বোচ্চ সাফল্য।

বিশেষ করে মিশ্র ইভেন্ট ভলিবলের ফাইনাল ম্যাচে টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশী সার্বিয়াকে ২-১ সেটে হারিয়ে সোনা জিতে নেয় দেশের ছেলে-মেয়েরা। এমনকি দাঁড়িয়ে সম্মান জানায় দর্শকরা।

দিনের অন্য খেলায় বিশেষ করে ব্যাডমিন্টনে সর্বোচ্চ তিনটি সোনা জিতেছেন দেশের স্বর্ণকিশোরী পান্না আক্তার। অব্যক্ত ভাষায় জানালেন কতটা খুশী তিনি দেশের হয়ে এমন অর্জনে।

গেমসে ছেলেদের হ্যান্ডবল, বোচে ও অ্যাথলেটিকসের বেশ কয়েকটি ইভেন্টে সোনা, রুপা ও ব্রোঞ্জ পায় বাংলাদেশের স্পেশাল প্রতিযোগীরা। সব মিলিয়ে অর্জনের দিক থেকে এইদিনটি শুধুই  ছিল বাংলাদেশের।  

দলের প্রধান কর্মকর্তা ড. নুরুল আলম মনে করছেন, এই আসরে বাংলাদেশের অর্জন ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।