ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে বর্ষসেরা ক্রীড়াবিদ আবু হোরায়রা তামিম

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে বর্ষসেরা ক্রীড়াবিদ আবু হোরায়রা তামিম

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে ৯টি ডিসিপ্লিনের ১২ ইভেন্টে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৩ (আব্দুল মান্নান লাডু ট্রফি) মনোনীত হয়েছেন আবু হোরায়রা তামিম। প্রথম রানার-আপ হয়েছেন রুমেল খান ও দ্বিতীয় রানার-আপ হন মাহমুদুন্নবী চঞ্চল।

আজ (০৫ আগস্ট) শনিবার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসেসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসব ‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৩’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম, সদস্য সচিব  ফয়সাল তিতুমীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।