ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিডব্লিউএসএফ অনলাইন প্যারা চেস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মামুন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
বিডব্লিউএসএফ অনলাইন প্যারা চেস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মামুন

মহান বিজয় দিবস ও ৩৫তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তিদের দিবস উপলক্ষে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন চতুর্থবারের মতো ২০-২১ ডিসেম্বর ২০২৩ দুই দিনব্যাপী আয়োজন করে বিডব্লিউএসএফ অনলাইন প্যারা চেস টুর্নামেন্ট ২০২৩। এ টুর্নামেন্টে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের ১২ জেলার ১২ জন শারীরিক প্রতিবন্ধী দাবাড়ুরা অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেন।

ফাইনালে নড়াইলের মামুন ঢাকার রিফাতকে চেকমেট দেবার মধ্য দিয়ে চতুর্থ আসরের চ্যাম্পিয়ন হয়।

সমাপনী অনুষ্ঠানে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রহমান অনলাইনে যুক্ত হন এবং চ্যাম্পিয়ন ও রানার আপের নাম ঘোষণা করেন। আসরের আয়োজক ছিলেন বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার নূর নাহিয়ান।

এই টুর্নামেন্টের বিজয়ী পাবেন ১৫০০ টাকা প্রাইজ মানি ও ট্রফি এবং রানার আপ পাবেন ১০০০ টাকা প্রাইজ মানি ও ট্রফি। ধন্যবাদ নবান্ন প্রকাশনীকে। “

চ্যাম্পিয়ন মামুন বলেন,'আমরা চাই অনলাইনের পাশাপাশি অফলাইনে আমাদের খেলাধুলার প্রসার বাড়ুক। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সহযোগিতায় আমরা খেলোয়াড়রা যেন খেলাধুলায় সম্পৃক্ত থাকতে পারি সবসময় তাই স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। '

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।