ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন নাদাল

ফেরার জন্য প্রস্তুতি হিসেবে বেঁছে নিয়েছিলেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। কিন্তু খেলতে গিয়ে আবারও চোটে পড়েন তিনি।

তাই অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকেই যেতে হলো রাফায়েল নাদালকে। এক ফেসবুক পোস্টে তা নিশ্চিত করেন ২২ গ্র্যান্ডস্ল্যামের মালিক।

ফেসবুকে নাদাল লেখেন, 'ব্রিসবেনে শেষ ম্যাচটি খেলার সময় পেশীতে কিছুটা ব্যাথা অনুভব করি। আপনারা জানেন, এটা আমাকে চিন্তায় ফেলে দিয়েছিল। মেলবোর্নে আসার এমআরই করার সুযোগ পাই আমি। যেখানে পেশীতে ছোট টিয়ার ধরা পড়ে। ভালো খবর হলো যে জায়গায় আগে ইনজুরি ছিল সেখানে কিছু হয়নি। '
 
'বর্তমানে পাঁচ সেটের ম্যাচে সর্বোচ্চ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করতে আমি তৈরি নই। যে কারণে চিকিৎসা ও বিশ্রাম নিতে আমি স্পেন ফিরে যাচ্ছি। এই বছর কোর্টে ফেরার জন্য খুবই কঠিন পরিশ্রম করেছি আমি এবং যেটা সবসময় বলেছি, আমার লক্ষ্য হলো তিন মাস নিজের সেরা পর্যায়ে থাকা। ' 

'মেলবোর্নের অসাধারণ দর্শকের সামনে খেলতে না পারাটা আমার জন্য আমার জন্য দুঃখের সংবাদ। খুব বেশি বাজে খবর নয় এটি, আমরা সবাই ইতিবাচক রয়েছি। আমি সত্যিই অস্ট্রেলিয়ায় খেলতে চেয়েছিলাম এবং কিছু ম্যাচ খেলার সুযোগও পেয়েছি, যা আমাকে খুবই আনন্দ দিয়েছে ও ইতিবাচক রেখেছে। পাশে থাকার জন্য ধন্যবাদ এবং শিগগিরই দেখা হবে! রাফা। '

গত বছর এই অস্ট্রেলিয়ান ওপেনেই খেলার সময় কোমরের ইনজুরিতে পড়েন নাদাল। প্রায় এক বছর কোর্টের বাইরে থাকার ব্রিসবেন ইন্টারন্যাশনাল দিয়ে আবারও টেনিসে ফেরেন এই স্প্যানিশ তারকা। কিন্তু সেই টুর্নামেন্ট থেকে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয় তাকে।

এদিকে আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।