ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সার্ভ ফেরানোয় স্মিথকে জোকোভিচের কুর্নিশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
সার্ভ ফেরানোয় স্মিথকে জোকোভিচের কুর্নিশ

দুজন দুই জগতের ক্রীড়াবিদ। তবে আজ টেনিস কোর্টে টেনিসের পাশাপাশি ক্রিকেটও খেললেন তারা।

যেখানে নোভাক জোকোভিচের রকেট গতির সার্ভ ফোরহ্যান্ড শটের মাধ্যমে ফিরিয়ে দেন স্টিভেন স্মিথ। ক্রিকেটার হয়েও স্মিথের এমন দক্ষতা বিস্মিত করে জোকোভিচকে। তাই তো সঙ্গে সঙ্গে মাথা নিচু করে স্মিথকে কুর্নিশ করলেন তিনি।  

স্মিথ পারলেও জোকোভিচ পারেননি। তার দিকে বল ছোড়া হলেও সেটা ব্যাটেই লাগাতে পারেননি তিনি। পরে অবশ্য ব্যাটের টেনিস র‍্যাকেট হাতে নিয়ে বল পাঠান গ্যালারিতে।  

আগামী ১৪ থেকে ২৮ জানুয়ারি মেলবোর্নে বসছে অস্ট্রেলিয়ান ওপেনের আসর। কোয়ালিফিকেশন রাউন্ড শুরু হয়েছে ইতিমধ্যেই। মূলপর্বের খেলা শুরুর আগে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ আয়োজন করে বিশেষ চ্যারিটি ইভেন্টের। রড লেভার  অ্যারেনায় অনুষ্ঠিত সেই ইভেন্টে নোভাক জকোভিচ বিভিন্ন খেলার তারকাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। সেই ইভেন্টে অংশ নেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। তিনি নোভাকের বিরুদ্ধে টেনিস ব়্যাকেট হাতে নেন।  

স্মিথ ছাড়াও এ ইভেন্টে অংশ নেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস ও আর্টিস্টিক জিমন্যাস্ট জর্জিয়া গডউইন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।