ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়ান ওপেন/

প্রথম রাউন্ডেই বিদায় ভনদ্রোসোভার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
প্রথম রাউন্ডেই বিদায় ভনদ্রোসোভার

গত বছর উইম্বলডনের চ্যাম্পিয়ন হয়েছিলেন মারকেতা ভনদ্রোসোভা। কিন্তু অচেনা একজনের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন এই চেক টেনিস তারকা।

 

মেলবোর্ন পার্কে ইউক্রেনের অবাছাই খেলোয়াড়ের দায়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে ৬-১, ৬-২ গেমে হেরেছেন ভনদ্রোসোভা। অস্ট্রেলিয়ান ওপেনে ইয়াস্ত্রেমস্কার সেরা সাফল্য ২০১৯ সালে তৃতীয় রাউন্ডে খেলা।  

গত বছরের জুলাইয়ে উইম্বলডন জেতেন উন্মুক্ত যুগে প্রথম অবাছাই হিসেবে খেলতে আসা চেক প্রজাতন্ত্রের ভনদ্রোসোভা। ৪২ নম্বর হিসেবে খেলতে এসে ফাইনালে হারিয়ে দেন উনস জাবেউরকে। আর এবার ৯৩তম ইয়াস্ত্রেমস্কার কাছে হেরে গেলেন ২৪ বছর বয়সী ভনদ্রোসোভা।

অবশ্য গত সপ্তাহে অ্যাডিলেড ইন্টারন্যাশনালে ওয়ার্ম আপ ম্যাচে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ভনদ্রোসোভা। যার ছাপ ছিল ম্যাচেও। তবে অবাছাই একজন খেলোয়াড়ের কাছে তার হেরে যাওয়া নিশ্চিতভাবেই আসরের সবচেয়ে বড় অঘটন।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।