ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা সিন্নার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা সিন্নার

মাত্র ২২ বছর বয়সেই অস্ট্রেলিয়ান ওপেন জয়! তাও আবার প্রথম ইতালিয়ান হিসেবে! দানিল মেদভেদেভকে হারিয়ে যেন নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না ইয়ান্নিক সিন্নার। তাইতো জয়সূচক শট খেলেই কোর্টে শুয়ে পড়লেন এই তরুণ টেনিস তারকা।

 

৩ ঘণ্টা ৪৪ মিনিটের ফাইনালে ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে অভিজ্ঞ মেদভেদেভকে হারিয়ে দেন সিন্নার। ইতালিয়ানদের ৪৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে দিলেন তিনি। সবমিলিয়ে মাত্র তৃতীয় ইতালিয়ান হিসেবে জিতলেন গ্র্যান্ড স্ল্যাম।  

অথচ প্রথম দুই সেট হেরে গিয়েছিলেন সিন্নার। দুই সেটেই দাপুটে জয় তুলে নেন রাশিয়ান বাছাই মেদভেদেভ। কিন্তু এরপর দারুণভাবে প্রত্যাবর্তনের গল্প লিখে অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রাজার মুকুট পরলেন সিন্নার।

সিন্নারের জন্য এবারের অস্ট্রেলিয়ান ওপেন ছিল সবদিক থেকেই স্বপ্নের মতো। সেমিফাইনালে তিনি হারিয়ে দেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ও আসরের ফেভারিট নোভাক জোকোভিচকে। ফাইনালেও সিন্নার সহজে হাল ছাড়েননি। তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে দারুণ লড়াই করেন তিনি। এরপর টানা তিন সেটে সেই দাপট বজায় রেখে তুলে নেন অবিস্মরণীয় জয়। এরপর গ্যালারিজুড়ে তুমুল করতালি আর জয়ধ্বনির মধ্যে কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যান তিনি।

আবেগ সামলে প্রতিপক্ষের সঙ্গে করমর্দন শেষে সিন্নার ছুটে যান কোচ ও পরিবারের সদস্যদের কাছে। সেখানেও আরেকদফা আবেগঘন মুহূর্তের অবতারণা হয়। তারপর তো সেই মাহেন্দ্রক্ষণ, যখন তার হাতে উঠলো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। আবেগ আর উত্তেজনা যেন ঠিকরে বের হচ্ছিল তার চোখ-মুখ থেকে। আর হবেই না বা কেন? মাত্র ২২ বছর বয়সেই যে টেনিস ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।