ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মোহামেডান ছেড়ে আবাহনীতে আশরাফুল 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
মোহামেডান ছেড়ে আবাহনীতে আশরাফুল 

দীর্ঘ বিরতির পর ফিরছে হকি প্রিমিয়ার লিগ। শুরু হয়েছে দলবদলের কার্যক্রম।

খেলোয়াড় দলবদলের প্রথম ধাপের টোকেন প্রদান শুরু হয়েছে কয়েকদিন আগেই। এরই মধ্যে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় টোকেন তুলে ক্লাব কর্মকর্তাদের হাতে জমা দিয়েছেন।

এবারই প্রথম দেয়া হচ্ছে টোকেন। আজ (রোববার) বর্তমান সময়ের অন্যতম বড় তারকা ডিফেন্ডার আশরাফুল ইসলাম মোহামেডান ছেড়ে টোকেন জমা দিয়েছেন আবাহনী ক্লাবের হকি কর্মকর্তা জাকি আহমেদ রিপনের হাতে।

প্রায় আড়াই বছর পর হতে যাচ্ছে হকির দলবদল। খেলোয়াড়রা এ শুভক্ষণের অপেক্ষায় ছিলেন। ক্লাব থেকে পারিশ্রমিক যা পাচ্ছেন তাতেই খুশি তারা।  

টোকেন প্রদানের এই কয়দিনে আবাহনী ঘর গুছিয়ে নিয়েছে। আকাশি-নীলরা নিয়েছে একঝাঁক শীর্ষ খেলোয়াড়। সেই তালিকায় সবচেয়ে বড় নাম জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ও দেশসেরা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম। ২০২২ সালে হওয়া প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগে তার গোল ছিল স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ১২টি।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।