যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফুটবল, হকিসহ বেশ কয়েকটি ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করেছেন নাজমুল হাসান পাপন এমপি। সেই ধারাবাহিকতায় দেশের ক্রীড়াঙ্গনের এ অভিভাবক আজ মঙ্গলবার মতবিনিময় করেন আরও ৫ টি ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে।
কাবাডি, দাবা, ব্যাডমিন্টন, হ্যান্ডবল ও জিমন্যাস্টিকস ফেডারেশনের সঙ্গে ক্রীড়ামন্ত্রী মতবিনিময় করেছেন আজ দুপুরে। মত বিনিময়ে প্রায় সব ফেডারেশনেরই চাওয়া ছিল আর্থিক বরাদ্দবৃদ্ধি। এ বিষয়ে সাধ্যমত চেষ্টা করবেন বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
তিনি বলেন, 'সব খেলাই গুরুত্বপূর্ণ। তবে পারফরম্যান্স ও সম্ভাবনার উপর ভিত্তি করে আমরা অগ্রাধিকার তালিকা তৈরি করব। তারপর আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করব। স্পোর্টস এর উন্নয়নে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও বসব। '
ক্রিকেট ও ফুটবল বাদে দেশের অন্য প্রায় অর্ধশত ক্রীড়া ফেডারেশনের সরকারের বার্ষিক বাজেট ৩২ কোটি টাকা। এই অর্থ দিয়ে এতগুলো ফেডারেশনের ক্রীড়া তেমন একটা চলে না। তাই আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় মন্ত্রীর কাছে এই বরাদ্দ বাড়ানোর কথাই বেশি গুরুত্ব পেয়েছে।
হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল বলেন, ‘বছরে ৩২ কোটি টাকা দিয়ে এতগুলো ফেডারেশনের কার্যক্রমের তেমন কিছুই হয় না। তাই আমরা বরাদ্দ বাড়ানোর কথা বলেছি। ’
কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক গাজী মোজাম্মেল হক বলেন, ‘প্রতি বছর ফেডারেশনগুলোতে ক্রীড়াবিদদের নিয়ে নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনেক অর্থের প্রয়োজন। যদি সরকারের কাছ থেকে থোক বরাদ্দের মাধ্যমে বেশি কিছু অর্থ পাওয়া যায়, তাহলে ক্রীড়াবিদদের উন্নয়নের জন্য তা কাজে লাগানো যায়। ’
জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারন সম্পাদক হাবিবুর রহমান জামিলের কথা, ‘আমরা নিজেদের সরঞ্জামাদি ও অনুশীলনের জায়গার সংকটের কথা বলেছি। ’
সব শুনে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘ক্রিকেটে অর্থের কোন সংকট নেই। এছাড়া বাকিগুলোতে এই সমস্যা রয়েছে। আমি সবার সমস্যা সম্পর্কে ধারণা নিচ্ছি। বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব। দেখা যাক কী হয়। ’
ক্রীড়াকে এগিয়ে নিতে স্পন্সর সংগ্রহ ও বৃদ্ধির বিষয়ে বিভিন্ন কর্পোরেট বডির সাথেও বৈঠকে বসবেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এআর/এএইচএস