মো. আবুল কাশেম মামুন পুলিশ আর্চারি ক্লাবের এক অবিচ্ছেদ্য নাম। কোচ এবং দলনেতা হিসেবে দারুণ ভূমিকা পালন করে চলেছেন তিনি।
ওপেন ন্যাশনাল রাঙ্কিং টুর্নামেন্ট-১ এ বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের কম্পাউন্ড ডিভিশন এর আশিকুজ্জামান অনয় বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে স্বর্ণ পদক অর্জন করেছে। শ্যামলি রয় একটি রৌপ্য পদক ও রিকার্ভ ডিভিশনে তামিমুল ইসলাম একটি তাম্র পদক অর্জন করেছে।
এর আগে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব টানা দ্বিতীয়বারের মতো দেশের লিগ ফাইনাল রাউন্ডে রিকার্ভ ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে। তারা মোট ৬০ পয়েন্ট পেয়ে অন্যদের ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ৫৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে। বাংলাদেশ আনসার ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয়।
এই লিগে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ আর্মি, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৮টি ক্লাব।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ ক্লাবের পক্ষ থেকে রিকার্ভ ডিভিশনে অংশগ্রহণ করেছিলেন মোহাম্মদ তামিমুল ইসলাম, হাকিম আহমেদ রুবেল, আজিমুল হক, ইয়াসিন আরাফাত, রাহিম হোসেন চৌধুরী, বিউটি রায়, ইতি খাতুন ও জ্যোতি রানী।
আর কম্পাউন্ড ডিভিশনে অংশগ্রহণ করেছিলেন মো. আবুল কাশেম মামুন, মোহাম্মদ আশিকুজ্জামান, ভানরুম বোম ও শ্যামলী রয়।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এআর/এএইচএস