বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর এখন চট্টগ্রামে। এই টুর্নামেন্ট কাভার করতে চট্টগ্রামে আছেন ক্রীড়া সাংবাদিকরা।
কলম আর ক্যামেরা রেখে কিছুক্ষণের জন্য ঢাকা ও চট্টগ্রামের সাংবাদিকরা নেমে পড়েন মাঠে। এতে জয় পেয়েছে চট্টগ্রামের সাংবাদিকরা। চট্টগ্রাম সাংবাদিক একাদশ প্রথম ব্যাট করে ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে। ঢাকা একাদশ ১৪ ওভারে ১৫১ রান ৮ উইকেট সংগ্রহ করে। চট্টগ্রাম সাংবাদিক একাদশ ৪ উইকেট জয়লাভ করে।
চট্টগ্রাম কর্মরত একাদশের সঙ্গে ঢাকা স্পোর্টস সাংবাদিক একাদশের ম্যাচটি ছিলো বন্ধুতা এক অনন্য নিদর্শন। উক্ত ম্যাচশেষে ভাতৃত্বের বন্ধন আরও জোরালো করতে ভবিষ্যতেও এমন আয়োজন করার কথা জানান তিনি।
চট্টগ্রামের কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত ঢাকা-চট্টগ্রাম সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ-২০২৪ শেষে বিজয় টিমের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক বাংলানিউজ সিনিয়র সাংবাদিক সোহেল সরোয়ার, ক্রীড়া সংগঠক ও মাসুদ এন্টারপ্রাইজ চেয়ারম্যান মোঃ মাসুদ চৌধুরী ও সিনিয়র স্পোর্টস সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু।
এছাড়া চট্টগ্রাম ও ঢাকা সাংবাদিক নেতৃবৃন্দের এতে উপস্থিত ছিলেন। সকালে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে পাশে মহিলা কমপ্লেক্স মাঠে প্রীতি ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম কর্মরত সাংবাদিক ক্রিকেট একাদশ।
বাংলাদেশ সময় : ১৪০৫ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
এমএইচবি