গত বছর ১৩ ফেব্রুয়ারি কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছিলেন ইমরানুর রহমান। ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে সবাইকে চমকে দিয়েছিলেন।
ইরানের তেহরানে আজ রোববার তিন নম্বর হিটের ৬ নম্বর লেনে দৌড়ান ইমরানুর। ৬ দশমিক ৬২ সেকেন্ডে দৌড় শেষ করেন এই ৩০ বছর বয়সী অ্যাথলেট। এই হিটে ৬ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ওমানের আলি আনোয়ার, সব হিট মিলিয়ে সেরাও হয়েছেন তিনি। বাংলাদেশের আরেক অ্যাথলেট রাকিবুল হাসান দৌড়ান ৪ নম্বর হিটে এক নম্বর লেনে। ৬ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে চতুর্থ হয়েছেন তিনি।
গত বছর কাজাখস্তানে হওয়া এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬ দশমিক ৫৯ সেকেন্ড টাইমিং করে সোনা জিতেছিলেন ইমরানুর। ওই আসরে সেমি-ফাইনালে দৌড় শেষ করেছিলেন ৬ দশমিক ৬১ সেকেন্ডে। হিটে তার টাইমিং ছিল ৬ দশমিক ৭০ সেকেন্ড।
আজ রাতেই ফাইনালে ওঠার লড়াইয়ে ট্র্যাকে নামবেন ইমরানুর।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এআর/এএইচএস