ইরাকের বাগদাদে ‘২০২৪ এশিয়া কাপ-স্টেজ-১’ টুর্নামেন্টে আজ (শুক্রবার) ছিল রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের খেলা। হাকিম আহমেদ রুবেল সেমিফাইনালে ভারতের রাইয়ের বিপক্ষে হেরে লড়বেন ব্রোঞ্জের জন্য।
রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ১/১৬ খেলায় বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ৬-২ সেটে কিরগিজস্তানের আলমানবেত উলু মুহাম্মদ ইসলামকে পরাজিত করে ১/৮ খেলায় উন্নীত হন। মো. সাগর ইসলাম ৬-০ সেটে ইরাকের আহমেদকে পরাজিত করে ১/৮ খেলায় উন্নীত হন এবং মো. হাকিম আহমেদ রুবেল ৭-১ সেটে সুদানের অ্যাডাম মুজাহিদকে পরাজিত করে ১/৮ খেলায় উঠেন।
ইলিমিনেশন রাউন্ডের ১/৮ খেলায় বাংলাদেশের আলিফ ০-৬ সেটে উজবেকিস্তানের ‘চেন এর কাছে ও সাগর ৪-৬ সেটে শ্রীলংকার ‘ডি সিলভার কাছে পরাজিত হয়েছেন। হাকিম আহমেদ রুবেল ৬-৪ সেটে উজবেকিস্তানের আব্দুলকে পরাজিত করে উঠেন কোয়ার্টারে। যেখানে তিন ৬-৪ সেটে ভারতের যাধব প্রবীণ রমেশকে পরাজিত করে সেমিফাইনালে উঠেন। সেমিফাইনালে রুবেল ২-৬ সেটে হেরেছেন ভারতের আরচ্যার থাইয়ের কাছে।
সকালে অনুষ্ঠিত কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের ১/৮ খেলায় বাংলাদেশের মেঘলা রানী ১৩৮-১৪৬ স্কোরে ভারতের ‘কাউর পারনীতের কাছে পরাজিত হন।
বিকেলে অনুষ্ঠিত রিকার্ভ মহিলা ব্যক্তিগত ইভেন্টে দিয়া সিদ্দিকী সর্বোচ্চ কোয়ার্টারে উঠেন। কোয়ার্টারে ভারতীয় আরচ্যার কুমারী দিপাকার কাছে ০-৬ সেটে হারেন। প্রি-কোয়ার্টারে দিয়া স্বদেশী নিশাকে ৬-২ সেটে হারান তিনি। প্রথম রাউন্ডে দিয়া বাই পেয়েছিলেন। রিকার্ভ নারী ইভেন্টে অংশ নেওয়া আরেক বাংলাদেশি আরচ্যার শিমু আক্তার ইরাকী আরচ্যারকে হারিয়ে প্রি-কোয়ার্টারে ওঠে উজবেকিস্তানের নুরমানোভার বিপক্ষে ৬-২ সেটে হারেন।
কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে তপু রায় আফগানিস্তানের আরচ্যারকে ১৪০-১২২ পয়েন্টে হারিয়ে প্রি-কেয়ার্টারে উঠেন। যেখানে উজবেক আরচ্যার মির্জামেতভের বিপক্ষে সমতা টানেন ১৪০-১৪০ স্কোরে। এরপর শ্যুট-অফে উজবেক আরচ্যার ১০ এ ১০ এবং ৯ স্কোর করে বাদ পড়েন তপু।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এআর/আরইউ