ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বাধীনতা দিবস ক্যারমে হেমায়েত-শিল্পী চ্যাম্পিয়ন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
স্বাধীনতা দিবস ক্যারমে হেমায়েত-শিল্পী চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবস ক্যারমের পুরুষ বিভাগে হেমায়েত মোল্লা ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ফারজানা বানু শিল্পী। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত পুরুষ একক ইভেন্টের ফাইনালে দেশসেরা খেলোয়াড় হেমায়েত ২-১ সেটে হাফিজুর রহমানকে হারিয়ে শিরোপা জেতেন।

তৃতীয় হন মোহাম্মদ আলী রবিন।

মেয়েদের এককের ফাইনালে ফারজানা বানু সরাসরি ২-০ সেটে আফসানা নাসরিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এই ইভেন্টে তৃতীয় হন শামসুন্নাহার মাকসুদা। খেলা শেষে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ক্যারম কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সাধারন সম্পাদক আশরাফ আহমেদ। প্রতিযোগিতায় ঢাকা ও বিভিন্ন জেলার ৫৫ জন খেলোয়াড় অংশ নেন।

এপ্রিলের শেষ সপ্তাহে মালদ্বীপে অনুষ্ঠেয় এশিয়ান ক্যারম চ্যাম্পিয়নশিপ ও নভেম্বরে বিশ্বকাপ ক্যারম চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ও দল নির্বাচনে এই প্রতিযোগিতা সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন আশরাফ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।