দারুণ জমে ওঠেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। আজ অ্যাজাক্স স্পোর্টিংকে ৫-০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে আবাহনী।
মোহামেডান ও আবাহনীর উভয়ের শেষ ম্যাচ নিজেদের মধ্যে। ঐ ম্যাচের উপরই মুলত হকির শিরোপা নির্ধারণ করবে। মোহামেডান আগামীকাল উষাকে হারালে এবং পরের ম্যাচে আবাহনীকেও হারালে ৩৮ পয়েন্ট নিয়ে এককভাবে চ্যাম্পিয়ন হবে।
মোহামেডানের এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকলেও আবাহনীর খানিকটা কম৷ মেরিনার্সের পরের দুই ম্যাচ দুর্বল প্রতিপক্ষ অ্যাজাক্স ও পুলিশের বিপক্ষে। ঐ দুই ম্যাচ মেরিনার্সের জয় পাওয়া স্বাভাবিক। তখন মেরিনার্সের পয়েন্ট দাড়াবে ৩৭। আবাহনী শেষ ম্যাচে মোহামেডানকে হারালে তখন তাদেরও মেরিনার্সের সমান ৩৭ হবে৷
আবাহনীর এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কম থাকলেও মেরিনার্সের অবশ্য ক্ষীণ রয়েছে। আবাহনী-মোহামেডান ম্যাচ ড্র হলে মোহামেডানের ৩৬ ও আবাহনীর পয়েন্ট হবে ৩৫। তখন মেরিনার্স এককভাবে ৩৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে।
আজ ম্যাচের প্রথম তিন কোয়ার্টারেই তারা গোল করেছে। শুরুটা চতুর্থ মিনিটে ভারতীয় তারকা দেবিন্দর বাল্মিকির ফিল্ড গোলের মধ্য দিয়ে। দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে পিসি থেকে সফল লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। তৃতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে বাল্মিকি ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান। ম্যাচের ৪২ মিনিটে আরেকটি পিসির সুযোগ কাজে লাগিয়ে আবাহনীকে আরও এগিয়ে নেন আশরাফুল। এই দুই মিনিট পর ভারতীয় ভেঙ্কটেস কানচে দলের হয়ে পঞ্চম গোলটির করেন।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এআর/এএইচএস