ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্রশিক্ষণ নিতে জার্মানি যাচ্ছেন শুটাররা

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
প্রশিক্ষণ নিতে জার্মানি যাচ্ছেন শুটাররা

আগামী ২৬ জুলাই পর্দা উঠছে প্যারিস অলিম্পিকের। তার প্রস্তুতি হিসেবে বাংলাদেশের শুটাররা আগামী মাসে জার্মানির হ্যানোভারে যাবেন।

সেখানে দুই সপ্তাহ অনুশীলন করবেন। এছাড়া স্থানীয় প্রতিযোগিতামূলক খেলায়ও অংশগ্রহণ করবেন শুটাররা।  

বিশ্ব শুটিংয়ে নানা সুযোগ-সুবিধা বিবেচনায় জার্মানির সুনাম রয়েছে। এর আগে আব্দুল্লাহ হেল বাকিও সেখানে নিজের ভুল ত্রুটি শুধরে নেওয়ার জন্য গিয়েছিলেন। হ্যানোভারে দুই সপ্তাহের শুটিং নিয়ে অপু বলেছেন, ‘জার্মানিতে উন্নত সুযোগ সুবিধার পাশাপাশি চুলচেরা বিশ্লেষণও হয়। এর আগে জার্মানিতে গিয়ে আমাদের এক শুটারের স্কোরের ধারাবাহিকতা না থাকার পেছনে চোখের সমস্যা ধরা পড়েছিল। আশা করি এবার দুই সপ্তাহের উন্নত অনুশীলন অলিম্পিকে শুটারদের পারফরম্যান্স বৃদ্ধি করবে। ’

ভিসা পেলে ১৬ মে বাংলাদেশের ৪ শুটার ও ইরানি কোচের হ্যানোভারে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময় : ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।