ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কিংসের ‘৩’ এর সমীকরণ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, মে ২২, ২০২৪
কিংসের ‘৩’ এর সমীকরণ

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ (বুধবার) সকাল থেকেই সাজ-সাজ রব। আজ এখানেই আয়োজিত হবে বছরের সবচাইতে আকর্ষনীয় ফাইনাল ম্যাচ।

ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে দেশের ফুটবলের দুই পরাশক্তি বসুন্ধরা কিংস এবং মোহামেডান। প্রিয় দলকে সমর্থন দিতে সকাল থেকেই স্টেডিয়াম প্রাঙ্গনে জড়ো হতে শুরু করেছেন সমর্থকরা। শীর্ষ স্তরে আবির্ভাবের পর টানা পাঁচ প্রিমিয়ার লিগ শিরোপা জেতা বসুন্ধরা কিংস ফেডারেশন কাপ জিতেছে দুবার। আজ জিতলে মিলবে তিন-এর সমীকরণ। তবে বসুন্ধরার কাছে এই হিসাব মেলানোর চেয়ে আরেকটা তিন-এর হিসাব মেলানোর মাহাত্ম্য অনেক বেশি। আজ তাদের সামনে ট্রেবল জয়ের (মৌসুমের সবকটি শিরোপা জয়) লক্ষ্য পূরণ হবে তাদের।  ২০০৭ সাল থেকে পেশাদার লিগ শুরুর পর এ পর্যন্ত একটি ক্লাবই শুধু ট্রেবল জিততে পেরেছে, সেটি শেখ রাসেল। এবার বসুন্ধরা কিংসের সামনে সেই সুযোগ।  

ঘরোয়া ফুটবলে অভিষেকের পর থেকেই কিংসের যে দুর্দান্ত দাপট তাতে আজ তাদের ‘ট্রেবল’ জয়ের পক্ষেই ভোট বেশি। কাগজে-কলমে ও সামর্থ্যে ময়মনসিংহে ‘ট্রেবল’ জয়ের সামনে কিংসফেডারেশন কাপ ফাইনালের প্রতিপক্ষ মোহামেডানের চেয়ে এগিয়ে যে বসুন্ধরা কিংস। অন্যদিকে ফেডারেশন কাপের পরিসংখ্যানে শক্তিশালি দল মোহামেডান। ১৯৮০ সালে শুরু হওয়া ফেডারেশন কাপে ১২বার চ্যাম্পিয়ন হয়ে সবচেয়ে সফল দল আবাহনী লিমিটেড। গত মৌসুমে এই আবাহনীকেই হারিয়ে ১১বারের মতো শিরোপা জিতেছিল মোহামেডান। আজ জিতলে আবাহনীর সেরার আসনে ভাগ বসাবে তারা।

ময়মনসিংহে আজ মোহামেডান চাইবে গত বছর ৩০ মে কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের স্মৃতি ফেরাতে। অবিস্মরণীয় ফাইনালে টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপ শিরোপা ঘরে তোলে সাদা-কালোরা। মর্যাদার শিরোপা ঘরে রাখতে মোহামেডানের চেষ্টার কমতি থাকবে না।

বসুন্ধরা চাইবে গত বছর ১৮ ডিসেম্বরের গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের শেষ বিকেলের পুনরাবৃত্তি ঘটাতে। সেদিন মোহামেডানকে হারিয়েই তারা চলতি মৌসুম শুরু করেছিল স্বাধীনতা কাপ শিরোপা জিতে।

এই মৌসুমে বসুন্ধরা কিংসকে একমাত্র হারের তেতো স্বাদ দিয়েছিল মোহামেডান। নিয়েছিল স্বাধীনতা কাপের ফাইনালে হারের প্রতিশোধ। একমাত্র হারের সেই জ্বালা বসুন্ধরা সাড়িয়েছে এই ময়মনসিংহেই। ১১ মে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত করে টানা পঞ্চম লিগ শিরোপা। এ মৌসুমে হওয়া তিন ম্যাচেই বসুন্ধরাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার দল। লড়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। তাতে দু’বার হারলেও, এক জয়ে বড় স্বপ্ন দেখার জ্বালানীটা ঠিকই কুড়িয়ে নিয়েছে মোহামেডান।  

আজ কিংস কি পারবে সাদা-কালো দেয়াল টপকে রঙ্গিন উৎসবে মেতে উঠতে? ট্রেবল জিতে নিজেদের নিয়ে যাবে অন্য উচ্চতায়? নাকি মোহামেডান বসবে চিরকালীন শত্রু আবাহনীর পাশে? প্রশ্ন অনেক, উত্তর অনেকটাই অনুমেয়। তবে সব উত্তর পরিস্কার হবে আজ ফেডারেশন কাপের ফাইনালের পরেই।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, মে ২২, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।