ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফ্রান্সকে হারিয়ে মার্তার অলিম্পিক-স্বপ্ন বাঁচিয়ে রাখলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
ফ্রান্সকে হারিয়ে মার্তার অলিম্পিক-স্বপ্ন বাঁচিয়ে রাখলো ব্রাজিল

ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার ক্যারিয়ারে অসংখ্য অর্জন রয়েছে। কিন্তু অলিম্পিক সোনা জেতা হয়নি।

তবে এবার সেই কাঙ্ক্ষিত পদক জেতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল তার দল। কিন্তু মার্তা নিজে ম্যাচ দেখলেন দর্শক হয়ে।

মেয়েদের ফুটবলে ফরাসিদের ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিলিয়ানরা। আর মাত্র দুই ম্যাচ জিতলেই সোনা জেতার স্বাদ পাবে তারা।  

এবারের অলিম্পিক ফুটবলে মার্তাকে নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি। ছয়বারের ফিফা বর্ষসেরা এই নারী ফুটবলারের অলিম্পিক সোনা জেতার স্বপ্ন অবশ্য প্রায় ভেঙেই যাচ্ছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে ব্রাজিলের হেরে যাওয়া ম্যাচে লাল কার্ড দেখেছিলেন তিনি।  

শুধু কি তাই, গ্রুপ পর্বেও ৩ ম্যাচের ২টিতেই হেরে গিয়েছিল ব্রাজিল। কিন্তু গ্রুপে তৃতীয় সেরা হয়ে কোনোমতে শেষ আটের টিকিট পায় তারা। যেখানে মার্তাকে ছাড়াই ফ্রান্সের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মিডফিল্ডার গাবি পোর্তিলিওর ৮২তম মিনিটের গোলে জয় তুলে নেয় ব্রাজিলিয়ানরা।

শেষ আটে না খেলতে পারলেও আগামী মঙ্গলবার শেষ চারে স্পেনের বিপক্ষে খেলবেন মার্তা। গ্রুপ পর্বে এই স্প্যানিশদের কাছেই ২-০ গোলে হেরেছিল ব্রাজিল। সেমিতে হারলেও অবশ্য অলিম্পিক মেডেল জেতার সুযোগ থাকবে তাদের সামনে। তবে মার্তা নিশ্চয়ই চাইবেন সোনা জিতে অলিম্পিক ক্যারিয়ার শেষ করতে। ব্যক্তিগত অর্জনে সমৃদ্ধ মার্তা এখন পর্যন্ত অলিম্পিক কিংবা বিশ্বকাপের চূড়ান্ত শিরোপা জিততে পারেননি। তবে ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে জিতেছিলেন রুপা।  

শেষ আটের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও কলম্বিয়ার ২-২ গোলে ড্র করেছে স্পেন। পরে টাইব্রেকারে স্প্যানিশ মেয়েরা ৪-২ গোলে জিতে যায়।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।