ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

খেলা

সার্চ কমিটিতে বুলবুলের জায়গায় মুনীরুল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
সার্চ কমিটিতে বুলবুলের জায়গায় মুনীরুল

ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠন করা হয়েছে সার্চ কমিটি। ইতোমধ্যেই সেই কমিটির সদস্য মহিউদ্দিন বুলবুলকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

এবার বুলবুলের স্থলাভিষিক্ত হচ্ছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।

সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানা সার্চ কমিটির আহ্বায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন– সাবেক হকি খেলোয়াড় অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এমএম কায়সার ও বিকেএসপির বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।  

উল্লেখ্য, গত ২৯ আগস্ট পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। সেই কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন বুলবুলের কর্মকাণ্ডে সরকার বিব্রত হয়ে শোকজ করে। বুলবুলের শোকজের উত্তর সন্তোষজনক না হওয়ায় তাকে অব্যাহতি দেয় মন্ত্রণালয়। বুলবুলকে অব্যাহতি দেওয়ার সপ্তাহখানেকের মধ্যেই বিকেএসপি পরিচালককে কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।